বিশ্বনাথনিউজ২৪ :: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গাত্বক কার্টুন প্রদর্শন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে টেংরা ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে টেংরা বটেরতল বাজারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সোসাইটির সভাপতি শায়েকুর রহমান মেম্বারের সভাপতিত্বে এবং সিনিয়র সদস্য জসিম উদ্দিন ও জুবেল আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবান টেংরা জামে মসজিদের ইমাম আব্দুস সালাম আজাদী, মুতাওয়াল্লী হেলাল মিয়া চৌধুরী, আলী পাড়া জামে মসজিদের ইমাম আব্দুল হালিম, মুতাওয়াল্লী আব্দুল মনাফ, দক্ষিণ আলী পাড়া জামে মসজিদের ইমাম রেদোয়ান খান, মুতাওয়াল্লী মনির মিয়া, মরহুম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আকবর আলী, বাঘমারা জামে মসজিদের মুতাওয়াল্লী নেছার আলী , সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, টেংরা ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আমিরুল গণি চৌধুরী মিনহাজ,সমাজ সেবক শহিদ বক্ত চৌধুরী, সালিশ ব্যক্তিত্ব মজিরুল ইসলাম চৌধুরী, শ্রমিক নেতা ফখরুল ইসলাম ও সংগঠক জাকির মিয়া।
এসময় এলাকার মুরব্বি আব্দুল মজিদ, মনির মিয়া, মজিদ মিয়া, চেরাগ আলী, আব্দুল করিম, জমির আলী, আহমদ আলী, আকদ্দছ আলী, ইন্তাজ আলী, আবুল কালাম, আফতাব আলী, টেংরা ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য আক্তার, সোলেমান, রুবেল, কৌশিক, সোলেমান, সাহেদ, নুর আলী, শিপন, আব্বাস আলী, জাহেদ, বেলাল, জুয়েল, টিপু, মুহিবুর ও পারভেজসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।