বিশ্বনাথনিউজ২৪ :: ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার ৭তলা বিশিষ্ট শিক্ষাভবনের উদ্বোধন করতে আজ শনিবার (৭ নভেম্বর) সিলেটের বিশ্বনাথে আসছেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম এর মহা-সচিব, ঢাকা মহানগর হেফাজতের আমির ও বেফাকুল মাদারিসিলের কো-চেয়ারম্যান আল্লামা নুর হোসাইন কাসেমী।
শনিবার বাদ জোহর তিনি শিক্ষাভবনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আযাদ দ্বীনি এদরায়ে তালীয় বাংলাদেশ (কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড) এর সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা’র শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, ঢাকা মিরপুরের জামিয়া হোসাইনিয়া আরজবাদ’র মোহতামিম মাওলানা বাহা উদ্দিন জাকারিয়া এবং হাফিজ মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জী।
অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মোহতামিম মাওলানা শিব্বির আহমদ।