বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি কাজে বাঁধা, প্রিজাইডিং কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ করে পুলিশের উপর হামলা ও নির্বাচনী সরঞ্জাম বহনকারি গাড়ি ভাংচুর করার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহার নামীয় অভিযুক্ত ছাত্রদল নেতা নাজমুল হাসান শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের আরশ আলীর ছেলে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিমুলকে গ্রেফতার করে।
গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তি বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।