Search
Close this search box.

বিশ্বনাথে হেফাজতের বিক্ষোভ মিছিল-সমাবেশ

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় বিশ্বনবী মুহাম্মদ (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুম্মা হেফাজতে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের নতুন বাজারস্থ লাইটেস স্ট্যান্ডে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসিয়া ব্রীজের উপর সংক্ষিপ্ত সভা ও দোয়ার মাধ্যমে সমাপ্ত  হয়।

উপজেলা হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওলানা কামরুল ইসলাম ছমিরের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল মতিন ও মাওলানা হাসান বিন ফাহিমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ মুনতাসির আলী, উপজেলা হেফাজতের যুগ্ন আহ্বায়ক মাওলানা নূরুল হক, সদস্য সচিব মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, হেফাজত নেতা মাওলানা আব্দুস সুবহান, মাওলানা নিজাম উদ্দীন, আব্দুল মতিন, মাওলানা হাফিজ শাহেদ আহমদ, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম কাওসার, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা নেসার আল মাহমুদ ও মাওলানা আব্দুল আলীম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আলী নূর।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হেফাজত নেতা শায়খুল হাদীস মাওলানা আব্দুল করীম, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান ফারুক, মুফতী লুৎফুর রহমান, মুফতী মঈনুল ইসলাম, মাওলানা হাফিজ ইব্রাহিম আলী, মাওলানা ওয়ারিস উদ্দীন, মাওলানা সা’দ উদ্দীন, মুফতী লুকমান খান, মাওলানা ছমীর উদ্দীন, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, মাওলানা হাফিজ আব্দুল্লাহ আল জামীল, মাওলানা হাফিজ খালেদ আহমদ, মাওলানা ফেরদাউস আহমদ, মাওলানা ইমরান আহমদ কয়েস, মাওলানা মুখতার হুসাইন, মাওলানা ইমরান আহমদ, মাওলানা আনহার বিন সাঈদ, হাফিজ ফরিদ আহমদ ফেরদাউস, মাওলানা সাঈদ আহমদ, কে এম তাহমিদ হাসান, আল আমীন, হাবীবুল্লাহ খান, নূরুল ইসলাম, শাহ মুহাম্মদ উসামা, আব্দুল কাদির অনেকেই উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত