
বিশ্বনাথে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল আজ
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ৩০ - ২০২০ | ১১: ৩৩ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে হেফাজতে ইসলামের উদ্দ্যেগে আজ শুক্রবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হবে। বাদ জুম্মা বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারস্থ লাইটেস স্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে শুরু হবে বিক্ষোভ মিছিল।
প্রতিবাদ সমাবেশ-বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে তা সফল করার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের প্রতি আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার আহবায়ক মাওলানা কামরুল ইসলাম ছমির ও সদস্য সচিব কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ।
