AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে পূজামন্ডপ পরিদর্শনে শফিক চৌধুরী

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ২৪ - ২০২০ | ৯: ২১ অপরাহ্ণ

321 1

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ধর্ম যার যার, আনন্দ সবার। আর এই নীতিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার বিশ্বাসী বলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ও নিরাপত্তার সাথে নিজেদের ধর্মানুষ্ঠান পালন করতে পারছেন।

তিনি শনিবার (২৪ অক্টোবর) সিলেটের বিশ্বনাথ উপজেলার দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ডাঃ বিভাংশু গুন বিভুর পরিচালনায় শনিবাড়ি সার্বজনীন পূজামন্ডপে অনুষ্ঠিত সভার মাধ্যমে পূজামন্ডপ পরিদর্শন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়। এরপর সদর সার্বজনীন পূজামন্ডপে শংকর দাশ শংকুর সভাপতিত্বে ও সুমিত্র ধর মিশুর পরিচালনায় এবং জানাইয়া সার্বজনীন পূজামন্ডপে নিশি কান্ত পালের সভাপতিত্বে ও শুভরাজ চন্দ্রের পরিচালনায় পৃথক সভা অনুষ্ঠিত হয়।

সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে।

24.10.20

এসময় ব্যক্তিগত উদ্যোগে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী উপজেলার প্রত্যেক পূজামন্ডপে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানগুলোতে রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর বাবু, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, কার্যনির্বাহী সদস্য রফিক হাসান মেম্বার, ফজর আলী মেম্বার, আওয়ামী লীগ নেতা আবদুন নূর মেম্বার, সংগঠক সুরঞ্জিত বৈদ্য স্মরণ, রিপন দাশ, চন্দন দাশ, শ্রমিক লীগ নেতা আজাদ আহমদ, যুবলীগ নেতা সায়েদ আহমদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরো সংবাদ