Search
Close this search box.

বিশ্বনাথে পাল্টাপাল্টি হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ২, ইউপি সদস্য গ্রেফতার

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে হামলায় উপজেলার লামাকাজী ইউনিয়নের দত্তপুর (দিঘলী) গ্রামের সাবেক ইউপি সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রনজিৎ চন্দ্র ধর আহত হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় দত্তপুর প্রবাসী জামাল মিয়ার বাড়ির সামনের রাস্তায় এঘটনা ঘটে। এরপর রাতে রনজিৎ চন্দ্র ধর পক্ষের লোকজন পাল্টা হামলা চালিয়ে স্থানীয় ইউপি সদস্য কাঞ্চন চক্রবর্তীকে আহত ও তার বাড়ি ঘরে ইটপাটকেল নিক্ষেপ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় মুক্তিযোদ্ধা রনজিৎ চন্দ্র ধর’র ভাতিজা শ্যামল চন্দ্র ধর বাদী হয়ে বিশ্বনাথ থানায় ইউপি সদস্য কাঞ্চন চক্রবর্তীসহ ৩জনের নাম উল্লেখ ও আরও ২/৩ জনের অজ্ঞানামা অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত ইউপি সদস্য কাঞ্চন চক্রবর্তীকে গ্রেফতার করে থানা পুলিশ। মামলা নং-১২, তাং- ১৯.১০.২০২০ইং।

মামলা দায়েরে ও ইউপি সদস্য কাঞ্চন চক্রবর্তীকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত