বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ‘নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী’ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার (১৮ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও ও থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিক হাসান, পরিষদের সচিব বিজিত সরকার, মেম্বার জহুর আলী, হেলাল আহমদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার লাকী বেগম।