AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে তরুণ সমাজসেবক ছফা’র ইন্তেকাল

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ১৮ - ২০২০ | ১: ৩৩ পূর্বাহ্ণ

sofa

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর (পীরমঞ্জিল) গ্রামের মরহুম ডাঃ সিদ্দিক আলীর পুত্র তরুণ সমাজসেবক সাইফুর রহমান ছফা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শনিবার ভোর সাড়ে ৫টার সময় ইন্তেকাল করেন। সাইফুর রহমান ছফা খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম‌্যান পীর লিয়াকত হোসেইন ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্য নির্বাহী সদস‌্য কবির আহমদ কুব্বারের ভাতিজা।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোক করেন সাইফুর রহমান ছফা। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন‌্য এ‌ম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়ার পথিমধ‌্যে শনিবার ভোরে ভৈরব এলাকায় মারা যান তিনি।

 শনিবার বাদ আছর নিজ বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম সাইফুর রহমান ছফা’র দাফন সম্পন্ন করা হয়েছে।

পরিবারে ৪ভাই ও ৩বোনের মধ‌্যে সবার বড় ছিলেন সাইফুর রহমান ছফা। মৃত‌্যুকালে তিনি মা, স্ত্রী, ১ পুত্র ও ১ কন‌্যাসহ অসংখ‌্য আত্মীয়-স্বজন রেখেন গেছেন।

Aminul Haque scaled