বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান। সিলেটের বাগবাড়িস্থ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রেজা কন্সট্রাকশন ভবন নির্মাণের দায়িত্ব পেয়েছে।
ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনের সময় উপস্থিত ছিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র দেবনাথ, রমেন্দ্রনাথ রায়, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক কামাল মুন্না।