Search
Close this search box.

বিশ্বনাথে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সূচনা প্রকল্পের সহযোগীতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সহ সভাপতি রুপক কুমার দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য আশিক আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, সাংবাদিক রোহেল উদ্দিন, কামাল মুন্না ও নবীন সোহেলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও খবর