AM-ACCOUNTANCY-SERVICES-BBB

দক্ষিণ সুরমায় আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ৩ - ২০২০ | ২: ৩৯ অপরাহ্ণ

Still1003 00005

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের সুলতানপুর এলাকায় আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন উদ্বোধন করা হয়েছে। বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা (নোয়াগাঁও) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুল কুদ্দুছ তালুকদারের নামে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি শুক্রবার (২ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছে।

বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ বলেন, শিক্ষা অন্ধকারে আলোর পথ দেখায়, মানুষকে নতুন করে বেঁচে থাকার প্রেরণা জোগায়। এক উপজেলার বাসিন্দা হয়ে অন্য উপজেলায় বিদ্যালয় প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী আব্দুল কুদ্দুছ তালুকদার।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রিয় সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী।

Still1003 00004প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, প্যানেল চেয়ারম্যান রৌশন আহমদ, শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ শাহিদুর রহমান, প্রাক্তন শিক্ষক মোঃ বশির মিয়া, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিত হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা ত্বোয়াজিদুল হক তুহিন, উপজেলা যুবলীগ নেতা আশিক আলী, ইউপি সদস্য ফেরদৌস মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আহাদ উল্লা শাহ দিলওয়ার।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী ও সংগঠক জাহেদ হাসান রাজুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ছাদিকুর রাহমান এবং স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দয়াল উদ্দিন তালুকদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান রিয়াজ উদ্দিন তালুকদার, ব্যবসায়ী জঈন উদ্দিন তালুকদার, মোঃ এলাইছ মিয়া তালুকদার ও ছাদ মিয়া তালুকদার।

এসময় দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, লালাবাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি নিজাম আহমদ, সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ, শ্রমিক নেতা ফিরুজ মিয়া, যুবনেতা শাহ হিরন মিয়া, কবির আহমদ, শুকুর আলী, জুনেদ আহমদ তালুকদার, বেলাল আহমদ, মুহিব মিয়া, জাহেদ আহমদ, জাহাঙ্গীর মিয়া, হেলাল মিয়া, আবুল হোসেন, আব্দুল খালিক, লেবু মিয়া, আব্দুল আহাদ, সুবেল চৌধুরী, সাদেক চৌধুরী, মাহবুব আহমেদ, মহি উদ্দিন, গিয়াস উদ্দিন, জয়নাল আবেদীন, দরস মিয়া, ডাঃ গিয়াস উদ্দিন, তুরন মিয়া, ছবির মিয়া, আরশ আলী, ইসরাক আলী, মাহমদ আলী, আব্দুল নুর, আব্দুস সালাম, লেখন মিয়া, ফারুক মিয়া, লায়েস আহমদ, আরমান হোসেন, মনসুর আহমদ, ইকবাল আহমদ, নাসির উদ্দিন, খলিল মিয়া, নুর উদ্দিন’সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Aminul Haque scaled