AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে শ্রী শ্রী বৃন্দাবন জিউর আখড়া সার্বজনীন দূর্গা পূজা উদযাপন কমিটি গঠন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ১ - ২০২০ | ৯: ২৮ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাটলিপাড়া বৈরাগীবাজার শ্রী শ্রী বৃন্দাবন জিউর আখড়া সার্বজনীন দূর্গা পূজা উদযাপন পরিষদের কমিটি করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বৃন্দাবন জিউর আখড়ায় সাবেক কমিটির সভাপতি সুনীল মালাকার ও সাধারণ সম্পাদক খীতিশ চন্দ্র দাশের পরিচালনায় অনুষ্ঠিত এক সভায় ১৪২৮ বঙ্গাব্দ ২০২০ ইং পূজা উদযাপনের লক্ষ‌্যে এই কমিটি গঠন করা হয়। সভায় বক্তব‌্য রাখেন আখড়া কমিটির সভাপতি অরবিন্দু দাশ, সাধারণ সম্পাদক সুবিনয় মালাকার, সহ-সভাপতি ডাঃ পরেশ চন্দ্র দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মদন মালাকার, কোষাধ‌্যক্ষ প্রদীপ সূত্রধর, সদস্য কটু মালাকার, যতিন্দ্র মালাকার ও সিতেশ মালাকার।

সভায় সর্বসম্মতিক্রমে প্রদীপ সূত্রধর’কে সভাপতি ও পার্থ সারথি দাশ পাপ্পু’কে সাধারণ সম্পাদক করে শ্রীশ্রী বৃন্দাবন জিউর আখড়া সার্বজনীন দূর্গা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্ত অন‌্যান‌্যরা হলেন- সহ সভাপতি যতিন্দ্র মালাকার, অজিত মালাকার, কটু মালাকার, অজিত দাস, সুজয় মালাকার, স্বপন দেব, রাজিব বৈদ্য, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় মালাকার, সঞ্জিত মালাকার, সুজিত মালাকার, জনি দাস, সঞ্জয় দাস, অর্থ সম্পাদক সুব্রত মালাকার সবুজ, সহ-অর্থ সম্পাদক বিশ্বজিৎ মালাকার বিশ্ব, সাংগঠনিক সম্পাদক সহদেব মালাকার, সহ-সাংগঠনিক সম্পাদক প্রদীপ মালাকার, অজয় মালাকার, সুপ্রসন্য মালাকার শুভ, বিদ্যুৎ মালাকার, রাজন মালাকার, মিতু চন্দ, প্রচার সম্পাদক সন্টু মালাকার, সহ-প্রচার সম্পাদক শ্যামল দাস, সুবল দাস, পংকজ সুত্রধর, সুজিত মালাকার, পল্লব মালাকার, বিধান দাশ, সিতু চন্দ, হিমেল পাল, বিরাজ মালাকার, ধ্রুব দেব, সাংস্কৃতিক সম্পাদক সুবোধ মালাকার, সহ-সাংস্কৃতিক সম্পাদক চন্দন মালাকার, অনিল মালাকার, নরেশ দাস, বিজয় মালকার, লিটন মালাকার, ঝান্টু দাস, সন্দিপ মালাকার, আলোকসজ্জা সম্পাদক রিক্তন দাশ, সহ-আলোকসজ্জা সম্পাদক হৃদয় দাশ, শাওন দেব, অর্জুন দাস, চয়ন মালাকার, সুদীপ মালাকার শাওন, দূর্জয় দত্ত, নয়ন দাশ, দীপ্ত রাম দাশ, আপ্যায়ন সম্পাদক সুখুময় মালাকার, সহ-আপ্যায়ন সম্পাদক রণ মালাকার, শ্যামল মালাকার, রণ মালাকার, প্রদীপ মালাকার, প্রদীপ মালাকার, রতিন্দ্র মালাকার, মহিলা সম্পাদিকা রত্না রাণী দত্ত, সহ-মহিলা সম্পাদিকা রিক্তা রাণী দেব, মিনতি মালাকার, শুক্লা রাণী মালাকার, সেফালি মালাকার, স্বর্ণালী বৈদ্য, কলি মালাকার ও সঞ্জিত মালাকার।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে শারদীয় দূর্গাপূজা উদযাপন করতে সর্বমহলের সাহায্য সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ