AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে আ.লীগ নেতার বাড়ির গাছ কাটার অভিযোগ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ২৭ - ২০২০ | ৭: ৩১ অপরাহ্ণ

IMG 20200925 121152

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের মৌজপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নূর আলীর বাড়িতে দুস্কৃতিকারী কর্তৃক গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নূর আলী।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার প্রতিবেশী কবির আহমদ পক্ষের লোকজনদের সঙ্গে জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন দরে বিরুধ চলে আসছে। এনিয়ে মামলা মোকদ্দমাও রয়েছে। চলতি বছরের ২১ জুন হুমকি প্রদানের অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরী (ডায়েরী নং- ৫৫৪) করেন নূর আলী। এতে প্রতিপেক্ষর লোকজন তার ক্ষতি সাধনের জন্য ওঠে পড়ে লাগেন। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুস্কৃতিকারীরা তার বাড়ির রাস্তার পাশের ৭টি সুপারি গাছ কেটে ফেলে। তার সন্দেহ পূর্ব বিরোধের জের ধরে কবির আহমদ ও তার পক্ষের লোকজন এই গাছগুলো কর্তন করতে পারেন।

তাই বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগে আবেদন জানান নূর আলী।

Aminul Haque scaled