Search
Close this search box.

দশঘর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা : ২৯ অক্টোবর নির্বাচন

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: দীর্ঘ প্রায় ১৭বছর পর আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দশঘর ইউনিয়নবাসীর বহুল প্রত‌্যাশিত নির্বাচনের তফসিল অবশেষে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন আইন ২০০১ এর বিধি ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুসারে দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল বাংলাদেশ নির্বাচন কমিশনের সরকারী ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ৪ অক্টোবর রবিবার। মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের তারিখ ৫অক্টোবর সোমবার। নমিনেশন প্রত্যাহারের তারিখ ১২ অক্টোবর। প্রতীক বরাদ্দের তারিখ ১৩ অক্টোবর এবং ২৯ অক্টোবর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, নির্বাচনের তফসিল ঘোষণার খবরে দশঘর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সম্ভাব‌্য প্রার্থী ও জনসাধারণের মাঝে বইছে আনন্দের বন্যা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত