AM-ACCOUNTANCY-SERVICES-BBB

এমপির গাড়িতে হামলার মামলায় ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ১০ - ২০২০ | ২: ৩৩ পূর্বাহ্ণ

Screenshot 2020 0910 023211

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে স্হানীয় সংসদ  সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অভিযোগপত্র (চার্জশিট) গ্রহন করেছেন আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতে উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি অনুষ্ঠিত হয়। শুনাানি শেষে আদালত চার্জশীট গ্রহণ করেন এবং পলাতক চার আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে আদেশ প্রদান করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আনসার খান।

পলাতক আসামীরা হলেন- বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, উপজেলার আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুব লীগ নেতা কামরুজ্জামান সেবুল এবং উপজেলা শ্রমিক লীগ নেতা জুনাব আলী।

উল্লেখ্য, মামলার তিন নাম্বার আসামী দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

আরো সংবাদ