
বিশ্বনাথে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী-২০২০’র উদ্বোধন
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ২৫ - ২০২০ | ৩: ৪৯ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: ‘‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’’ এই প্রতিপাদ্য বিষয়ের সাথে একাত্মতা ঘোষণা করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেটের বিশ্বনাথ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২০ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে গাছের চারা বিতরণের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার হেড অব জোন শিকদার মোঃ শিহাবউদ্দীন।
ব্যাংকের সিনিয়র এসিসস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও বিশ্বনাথ শাখা প্রধান দুলাল আহমদের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন প্রকল্পের ইনচার্জ মুহাম্মদ কবীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
