বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের উঠান বৈঠক ও সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দুপুর ২টায় উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চুনু মিয়ার সভাপতিত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) অরূপ সাগর গুপ্ত কমলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিট পুলিশিং কার্যক্রমের সহযোগী সমন্বয়ক, থানার পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী, স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন, শামসুদ্দিন, আওয়ামী লীগ নেতা কিনু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তজম্মুল আলী, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম পুলিশ আবদুল হক, সংগঠক ঝুমন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব সাবলু হোসেন, উদ্যোক্তা বাদশা মিয়া, মুরব্বী হাজী উস্তার আলী, যুব সংগঠক বাদশা মিয়া প্রমুখ।