Search
Close this search box.

বিশ্বনাথে নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে নদী থেকে অর্ধগলিত অবস্থায় আলকাছ উল্লাহ (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার দেওকলস ইউনিয়নের আমিরদী নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে। আলকাছ উল্লাহ উপজেলার দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রামের মৃত রাহাত উল্লার পুত্র। তিনি গত ১২ আগষ্ট (বুধবার) রাতে নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর আজ লাশটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ জানায়, নয়া সৎপুর গ্রামের সুরমান মিয়ার বাড়ির পাশে আমিরদী নদীতে বৃদ্ধার লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি অর্ধগলিত ছিল, তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত ওই বৃদ্ধ পেশায় একজন ভিক্ষুক ছিলেন।

লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা।

আরও খবর