AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথের বেহাল সড়কগুলো পরিদর্শনে এমপি মোকাব্বির খান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ১৩ - ২০২০ | ৭: ২৪ অপরাহ্ণ

Picture Road Biswanath Sylhet 13.08.2020

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। বৃহষ্পতিবার দুপুর থেকে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়কগুলো পরিদর্শন করেন।

সড়কগুলো হল পীরের বাজার-ধরারাই মান্দারুকা গাজীর মোকাম, রামপাশা-রাজাগঞ্জ বাজার, খাজাঞ্চী রেলওয়ে স্টেশন বাজার-কামাল বাজার, জানাইয়া নোয়াগাঁও-টেংরা রথবাড়ি বাজার।

সড়ক পরিদর্শনকালে সংসদ সদস্য মোকাব্বির খান স্থানীয় সংবাদকর্মীদের জানান, ‘বিশ্বনাথ ও ওসমানীনগরবাসীর দুর্ভোগ লাঘবের জন্যে আমি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। দুটি উপজেলায় যে সকল সড়কের অবস্থা বেহাল, সেগুলো দ্রুত সংস্কার করা হবে। ইতিমধ্যে, এসব সড়ক সংস্কারের জন্যে সাড়ে তিনকোটি টাকা বরাদ্দ এসেছে। আজ কয়েকটি সড়ক পরিদর্শন করেছি। অন্যান্য সড়কগুলোও পর্যায়ক্রমে পরিদর্শন করব।’

সড়ক পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাভেল সামাদ, সমাজসেবক আবদুস শহিদ, সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব প্রমুখ।

Aminul Haque scaled