Search
Close this search box.

সাংবাদিক খায়েরকে হুমকি : থানায় জিডি

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: চ্যানেল এস ইউকে, দৈনিক সমকাল ও দৈনিক শুভ-প্রতিদিন পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়েরকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়েছে। সাংবাদিক খায়ের এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সোমবার (১০ আগস্ট) রাতে বিশ্বনাথ থানায় একটি জিডি এন্ট্রি করেছেন, (জিডি নং ৪০৫)।

জিডি এন্ট্রিসূত্রে জানাগেছে, গত রোববার (৯আগষ্ট) সন্ধ্যায় বাসায় বসে প্রতিদিনের মতো পত্রিকায় সংবাদ পাঠাতে কম্পিউটারে কাজ করছিলেন। সন্ধ্যা সোয়া সাতটারদিকে অজ্ঞাতনামা ব্যক্তি ০১৮৬৯-৮৩০০৮৬ নাম্বার মোবাইল থেকে তার (খায়েরের) ব্যবহৃত ০১৭১২-৩১৮৫৩১ নাম্বার মোবাইলফোনে কল দেন। ফোনকলটি রিসিভ করার পর নিজের পরিচয় না দিয়ে সাংবাদিক খায়েরের পরিচয় জানতে চান এবং শুদ্ধ বাংলায় কথা বলেতে থাকেন। এসময় তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার পর অজ্ঞাত ব্যক্তি তাকে ইমন সম্পর্কে জানতে চান। এসয় সাংবাদিক খায়ের ইমন নামে কাউকে চিনেন না জানালে প্রতিউত্তরে হুমকিদাতা কেন চিনবি না, তুইতো চিনিস, কেন জানবি না তুইতো জানিস এভাবে কথাবার্তা বলে হুমকি দেন। এসময় সাংবাদিক খায়ের মোবাইল নাম্বার ভালো করে দেখে ফোন করতে বলে ফোনকল কেটে দেন। এর ৫/৭মনিটি পর ওই অজ্ঞাতনামা ব্যক্তি একই নাম্বারে আবারও কল দিয়ে সাংবাদিক খায়েরকে দেখে নেয়ার হমিকি দেন। এসময় হুমকিদাতা বলেন ‘‘বেশি বাইড়া গেছোছ তো, রাগ করিস না, আমি তোকে দেখেনিব। তখন চিনিবি আমি কে’’।

এব্যপারে জানতে চাইলে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত