Search
Close this search box.

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন বিশ্বনাথের মাদ্রাসা শিক্ষক-কর্মচারী

বিশ্বনাথনিউজ২৪ :: করোনাভাইরাসের প্রাদুর্ভারের কারণে ক্ষতিগ্রস্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার নন-এমপিও মাদরাসা শিক্ষক-কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার বিকেল ২টায় উপজেলা বিআরডিবি হলরুমে এ চেক বিতরণ করা হয়।

এসময় উপজেলার নন-এমপিও ৮টি মাদরাসার ৩১জন শিক্ষক ও ১জন কর্মচারীর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৫শত টাকার চেক তুলে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালীপালের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছমির কান্তি দেব’র পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. নুনু মিয়া। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

আরও খবর