বিশ্বনাথনিউজ২৪ :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে সিলেটের বিশ্বনাথে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে একর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঔষধী (নিম) বৃক্ষরোপনের মাধ্যমে শুরু হওয়া কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকায় ৫০টি (ফলজ-বনজ-ঔষধী) বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র দাশ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক কামাল মুন্না প্রমুখ।