বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ঈদুল আজহার রাতে চোলাই মদ খেয়ে রাস্তায় মাতলামি করার অপরাধে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা হলো উপজেলার সদর ইউনিয়নের চান্দশীর কাপন (বিদায়সুলপানি) গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে বদরুল আহমদ বাপ্পি (২৫) ও তার সহযোগী একই গ্রামের আবুল কালাম (৩০)।
ঈদের দিন রাত পৌনে ১টায় থানার বিশ্বনাথ পৌর শহরের পুরানবাজারস্থ উত্তরা ব্যাংকের সামন থেকে তাদের আটক করা হয়। এসময় তারা মাতাল ছিলো বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, মাদক সেবন ও মাতলামি করার অপরাধে তাদের আটক করা হয়। পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দিয়ে আসামিদের আজ রোববার (২ আগস্ট) সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে।