AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথের আনোয়ার মিয়ার মুক্তির দাবি জানালেন সিলেট রেফারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২৬ - ২০২০ | ১১: ৩০ অপরাহ্ণ

109478882 719140215316506 3544623293262447086 n

হারপিক পান করে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অফিস সহকারী আসমা শিকদার সিমলার আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সত্রিয় সদস‌্য ও নিয়মিত লীগ পরিচালনাকারী, বিশ্বনাথের স্বনামধন‌্য ফুটবল রেফারী আনোয়ার মিয়ার মুক্তি দাবি জানিয়েছেন সিলেট জেলা রেফারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন- সিলেট জেলা রেফারী এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক রাজা, সাধারণ সম্পাদক সমর চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আবুল লেইছ, সদস‌্য আক্কাস উদ্দিন আক্কাই, গিয়াস উদ্দিন, আব্দুল বাছিত, সৈয়দ ফয়েজ আহমদ, আব্দুর রউফ সুজন, হাসানুজ্জামান মিলন, শিহাব উদ্দিন, শামিম আহমদ, শামিম আহমেদ, আব্দুল আজিম, হোসেন আহমদ, নাজিম উদ্দিন, কাওছার আহমদ, সালাউদ্দিন রাজু, কামরান আহমদ, আব্দুল হামিদ, আবুল কাশেম, হাসান আহমদ, সালেহ আহমদ, সোহেল আমিন, কাওছার আহমদ ও সাইদুল ইসলাম।

বিবৃতিতে রেফারী আনোয়ার মিয়ার মুক্তি দাবির পাশাপাশি মামলার সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনেরও জোর দাবি জানান নেতৃবৃন্দ। -বিজ্ঞপ্তি

Aminul Haque scaled