AM-ACCOUNTANCY-SERVICES-BBB

vivo মোবাইল সেট কিনে পুরস্কার জিতলেন বিশ্বনাথের শেরওয়ান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২৫ - ২০২০ | ৯: ৪৪ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: vivo মোবাইল সেট ক্রয় করে ঈদ উপহার হিসেবে পুরস্কার পেয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ভোগশাইল গ্রামের শেরওয়ান আহমদ নামের এক যুবক। তিনি উপজেলা সদরস্থ আল-হেরা শপিং সিটির জুয়েল মোবাইল গার্ডেন থেকে ২২৯৯০ টাকা মূল্যের vivo y50 মডেলের একটি মোবাইল সেট ক্রয় করেন। ওই মোবাইল সেটের সাথে কোম্পানীর পক্ষ হতে কুপন পেয়ে লটারীর মাধ্যমে লাকী কাস্টমার নির্বাচিত হয়ে তিনি একটি ‘মাইক্রোওয়েভ ওভেন’ জিতে নেন।

শনিবার বিকেলে জুয়েল মোবাইল গার্ডেনে শেরওয়ান আহমদের হাতে  ভিভো কোম্পানীর পক্ষ হতে পুরস্কারটি তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, ভিভো’র সিলেট এরিয়ার ম্যানেজার সাব্বির আহমেদ, টেরিটরি ম্যানেজার নুরুল ইসলাম, ব্রান্ড শপ ম্যানেজার দীপ কুমার, আল-হেরা শপিং সিটি ব‌্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুস সোবহান, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, জুয়েল মোবাইল গার্ডেনে স্বত্তাধিকারী জুয়েল আহমদ, ভিভোর সেলস এক্সিকিউটিভ ম্যানেজার রাবিক হাসান প্রমুখ।

আরো সংবাদ