AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে বিকাশে প্রতারণার শিকার প্রবাসীর স্ত্রী

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২১ - ২০২০ | ১০: ০৭ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী সঙ্গে প্রতারণা করে বিকাশের মাধ্য টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে মঙ্গলবার (২১ জুলাই) বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন উপজেলার অলংকারী ইউনিয়নের বড় খুরমা (উত্তর) গ্রামের দুবাই প্রবাসী আব্দুস শহিদের স্ত্রী রুজিনা বেগম। ডায়েরী নং- ৭৭৩।

সাধারণ ডায়েরীতে রুজিনা বেগম উল্লেখ করেন, তার স্বামী আব্দুস শহিদ বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে রুজিনাকে তার স্বামীর ইমু নাম্বার থেকে অজ্ঞাতনামা একজন কল করে জানায় তার স্বামী দুবাইতে সিআইডি’র হাতে আটক রয়েছেন। তাই তাকে মুক্ত করতে হলে ৩০ মিনিটের মধ্যে ৪৫ হাজার টাকা দিতে হবে। স্বামীর নাম্বার থেকে কল আসায় সরল বিশ্বাসে তাৎক্ষণিকভাবে ওই অজ্ঞাতনামা লোকের কথা মতো স্থানীয় পনাউল্লাহ বাজারস্থ একটি বিকাশের দোকান হতে ০১৭২৬-৪২৯৯৭৯ নাম্বারে ৪২হাজার টাকা বিকাশ করেন রুজিনা বেগম। পরবর্তীতে তার স্বামী ফোন দিলে তিনি জানতে পারেন তার স্বামীর ইমু নাম্বার কে বা কারা ক্লোন করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে।

আরো সংবাদ