AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে গণধর্ষণ মামলার প্রধান আসামী আনোয়ার গ্রেফতার

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১৭ - ২০২০ | ২: ২০ পূর্বাহ্ণ

IMG 20200717 021759

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার  লামাকাজী ইউনিয়নের ইসবপুর গ্রামের ১৮ বছরের এক পিতৃহারা তরুণীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী আনোয়ার মিয়া (৪০)’কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ইসবপুর গ্রামের মন্নান মিয়ার পুত্র। আজ শুক্রবার (১৭ জুলাই) রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে  উপজেলার ভুরকি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী।

গত ১ জুলাই রাতে গণধর্ষণের শিকার হন ওই তরুণী। ঘটনার বারোদিন পর গত সোমবার বিশ্বনাথ থানায় আনোয়ার মিয়াকে প্রধান আসামী করে    তিনজনের নাম উল্লেখ করে এবং দু’জনকে অজ্ঞাত আসামী রেখে থানায় মামলা (নং-১১) দায়ের করে ভিকটিম তরুণী। মামলার অপর দুই আসামী ইসবপুর গ্রামের রিয়াছদ আলীর পুত্র সুজন মিয়া (৩০) ও মৃত ফজর আলীর পুত্র শায়েস্তাবুর মিয়া (৩০) পলাতক রয়েছেন।

Aminul Haque scaled