AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বিশ্বনাথের নিম্নাঞ্চল ফের প্লাবিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১২ - ২০২০ | ৬: ৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে বিশ্বনাথ উপজেলার সবকটি নদী-নালা, খাল-বিল ও হাওরের পানি। তলিয়ে গেছে উপজেলার লামাকাজী, খাজাঞ্চী, অলংকারী, দৌলতপুর ও রামপাশা ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, হাট-বাজার, পুষণী গুচ্ছগ্রামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও মৎস্য খামার।

সদ্য বপন করা আমন ধানের বীজতলাসহ শাক-সবজির বাগান বন্যা কবলিত হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। কয়েকটি গ্রামের ঘরে পানি প্রবেশ করায় অনেক মানুষ রয়েছেন পানি বন্দি। এতে মানুষের স্বাভাবিক জীবন যাত্রায় দেখা দিয়েছে চরম বিপর্যয়। হতদরিদ্র পরিবারের মানুষজন ভূগছেন খাদ্য সঙ্কটে।

প্রায় দু’সপ্তাহের ব্যবধানে ভারি বর্ষণে সুরমা নদীসহ সকল নদ-নদীতে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা করছেন স্থানীয়রা।

আরো সংবাদ