AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে মামলার বাদীর মৃত‌্যু

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১০ - ২০২০ | ১১: ৪০ অপরাহ্ণ

106905808 1362883523905436 4426266778831283530 n

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামের বাসিন্দা ও বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল আহমদের পিতা সিরাজ মিয়া (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটের সময় নিজ বাড়িতে তিনি মারা যান। রাত ১০টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। সিরাজ মিয়ার পরিবারের দাবি- প্রতিপক্ষের হামলায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত‌্যু হয়েছে।

সিরাজ মিয়ার পুত্র রাসেল আহমদ বলেন, দোকানের পাওনা টাকা চাওয়া নিয়ে একই গ্রামের মৃত রশিদ আলীর পুত্র কছির আলীর সঙ্গে বিরোধ চলে আসছিল তাদের। ওই বিরোধের জের ধরেই গত ৯ মার্চ রাতে প্রতিপক্ষের লোকজনদের হামলায় আহত হন তার পিতা সিরাজ মিয়া, মাতা পিয়ারা বেগম, ভাই ফয়সল আহমদ, রুবেল আহমদ ও রাসেল আহমদ। এঘটনায় সিরাজ মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের লোকজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে সিরাজ মিয়া পক্ষের লোকজনকে অভিযুক্ত করে পাল্টা মামলা দায়ের করেন প্রতিপক্ষের লোকজন। ঘটনার পর থেকে কয়েক দফায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গুরুতর আহত সিরাজ মিয়া। কিন্ত তার শারীরিক অবস্থা উন্নতি হওয়ার সম্ভাবনা না থাকায় চিকিৎসকদের পরামর্শে শুক্রবার হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং বিকেলে তিনি মৃত‌্যুবরণ করেন। ওই হামলায় আহত হয়েই সিরাজ মিয়ার মৃত‌্যু হয়েছে বলে দাবি করেন নিহতের পুত্র রাসেল আহমদ।

এব‌্যাপারে সিরাজ মিয়ার দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই ফজলু মিয়া বলেন, মৃত‌্যুর সংবাদ পেয়ে ওসি স‌্যারের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমি সিরাজ মিয়ার বাড়িতে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী ও ময়না তদন্তের জন‌্য তার পরিবারকে বলি। কিন্ত এতে অসম্মতি জানান তার পরিবারে লোকজন। এসময় সিরাজ মিয়া স্বাভাবিকভাবে মৃত‌্যুবরণ করেছেন মর্মে তার পুত্র রাসেল আহমদ অঙ্গিকারনামা প্রদান করেন। এরপর লাশের দাফন কার্য সম্পন্ন করা হয়।

Aminul Haque scaled