AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১০ - ২০২০ | ১০: ১৫ পূর্বাহ্ণ

76f051b2 6563 407d bd03 b3210a1574d0

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রগুপুর গ্রামে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে রগুপুর গ্রামের মোল্লাবাড়ীতে সংগঠক ফাহিম আহমদ ও রায়হান আহমদের উদ‌্যোেগে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মারুফ আহমদ ও দ্বিতীয় স্থান অধিকার করেন মাছুম আহমদ।

স্থানীয় ওয়ার্ডের মেম্বার হবিবুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান তালুকদার গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্ঠা যুক্তরাজ্য প্রবাসী নাজমুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের প‌্যানেল চেয়ারম‌্যান-১ সিরাজ উদ্দিন মেম্বার, সমাজকর্মী গৌছ উদ্দিন, জাহেদ আহমদ, আল আমিন প্রমুখ।

Aminul Haque scaled