AM-ACCOUNTANCY-SERVICES-BBB

অলংকারী ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম‌্যানের দায়িত্ব পেলেন শায়েকুর রহমান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ৮ - ২০২০ | ৯: ৫৩ অপরাহ্ণ

84b529d9 90fb 41fb aec2 04ff48dcf51a

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম‌্যানের (সাময়িক) দায়িত্ব পেয়েছেন ৬নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান (৩) শায়েকুর রহমান। পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের উপর মামলা জনিত কারণে ইউনিয়ন পরিষদ পরিচালনায় দৈনন্দিন কার্যক্রমের জন্য শায়েকুর রহমানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজামান বলেন, আমি অলংকারী ইউনিয়ন পরিষদের সচিবের মাধ্যমে একটি লিখিত আবেদন পেয়েছি। তিনি বলেন, বর্তমান চেয়ারম্যানের উপর মামলা থাকায় স্থানীয় মেম্বার (প্যানেল চেয়ারম্যান-৩) শায়েকুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান (সাময়িক) হিসেবে দায়িত্ব পালন করবেন।

Aminul Haque scaled