AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিএনপি নেতা এম এ হক আর নেই

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ৩ - ২০২০ | ১: ৩৪ অপরাহ্ণ

FB IMG 1593761112268

বিশ্বনাথনিউজ২৪ :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক আর নেই। শুক্রবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপির এ সিনিয়র নেতা (ইন্না—-রাজিউন)।

নিউমোনিয়া ও করোনার উপসর্গ নিয়ে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এম এ হকের শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এম এ হকের পুত্র ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান হক কান্নাজড়িত কণ্ঠে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি তার বাবার জন্য সবার দোয়া কামনা করেন। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে শারীরিক অবস্থা খারাপ হলে হলে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে তার করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, প্রবীন এ বিএনপি নেতার মৃত্যুর খবর শুনে দলের নেতা-কর্মীরা নর্থ ইস্ট হাসপাতালে ভিড় করেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপি অনেক নেতা-কর্মী সেখানে জড়ো হন।

Aminul Haque scaled