নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় নুরজিরন বেগম নামের এক মহিলার মৃত্যুর পাঁচ দিন পর জানা গেছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। শনিবার (২৭ জুন) তার নমুনা রিপোর্ট পজেটিভ আসে। মারা যাওয়া ওই মহিলা উপজেলার অলংকারী ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। তিনি করোনার লক্ষণ নিয়ে গত ১৮জুন সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন ১৯ জুন তার নমুনা নেওয়া হয় এবং ২২জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর পাঁচ দিন পর ২৭ জুন শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা রিপোর্ট পজেটিভ আসে। বিষয়ে নিশ্চিত করেছেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা।
বিশ্বনাথ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া নুরজিরন বেগম ৩য় রোগী।