Search
Close this search box.

বিশ্বনাথ পৌরসভায় প্রথম বরাদ্দকৃত ওএমএস’র চাল বিতরণ শুরু

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ পৌরসভায় বৃহস্পতিবার সকাল থেকে ১০ টাকা কেজিতে বিশেষ ওএমএস’র চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। একর্মসূচির মাধ্যমে ২২টি মৌজা নিয়ে গঠিত বিশ্বনাথ পৌরসভার ৫টি পয়েন্টে পৃথক ৫ জন ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজিতে জনপ্রতি ২০ কেজি করে পৌর এলাকার ১ হাজার ৮ শতাধিক কার্ডধারী নাগরিক পৌরসভায় প্রথম বরাদ্ধের সুফল ভোগ করবেন।

প্রধান অতিথি হিসেবে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান। তিনি বলেন, পৌর এলাকার কোন নাগরিককে সরকার নির্ধারিত ওজনের চেয়ে চাল কম দিলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর সচ্ছতা ও জবাবদিহিতার জন্য চাল বিক্রি কার্যক্রম পৃথক টেগ অফিসারদের মাধ্যমে তদারকির কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদের সভাপতিত্বে বিশ্বনাথ পৌরসভার বিশেষ ওএমএস’র চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, মেম্বার রফিক হাসান, ফজর আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আমির আলী, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বার রাসনা বেগম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফজলুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।

বিশ্বনাথ পৌরসভায় বরাদ্ধকৃত প্রথম বরাদ্ধের বিশেষ ওএমএস’র চাল বিশ্বনাথ সরকারি কলেজ রোড এলাকায় ওএমএস ডিলার নিখিল পাল, রাজনগর রোড এলাকায় ওএমএস ডিলার মকদ্দছ আলী, জগন্নাথপুর রোড এলাকায় ওএমএস ডিলার মহব্বত আলী, রামপাশা রোড এলাকায় ওএমএস ডিলার শামীম আহমদ এবং দক্ষিন মিরেরচর রোড এলাকায় ওএমএস ডিলার আজাদ আলী বিক্রি করছেন।

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত