AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় যুবক আহত : অভিযুক্ত আটক

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৫ - ২০২০ | ৩: ১৩ অপরাহ্ণ

104487459 278527073505859 469802541697765665 n

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় জুয়েল আহমদ (২২) নামের এক যুবক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বিলপার গ্রামের মনাই মিয়ার পুত্র। গুরুত্বর আহত জুয়েলের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় একই বাড়ির বাসিন্দা ধনাই মিয়ার পুত্র অভিযুক্ত সুহেল মিয়া’কে আটক করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল আহমদ ও সুহেল মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে গেল বছরের শবে বরাতের দিন উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে জুয়েলের মা ও দুই বোন’সহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। ওই ঘটনায় জুয়েল বাদী হয়ে প্রতিপক্ষের সুহেল মিয়া ’সহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন। সুহেলও জুয়েলের মা-বাবা ভাই বোনকে আসামী করে পাল্টা একটি মামলা দায়ের করেন। বর্তমানে ওই মামলা দুটি আদালতে বিচারাধীন রয়েছে। আর পূর্ব বিরোধের জের ধরে বুধবার (২৪ জুন) সকাল ১০ টার দিকে সুহেল মিয়া পক্ষের লোকজনদের হামলায় গুরুত্বর আহত হন জুয়েল আহমদ। তার মাথায় গুরুত্বর জখম রয়েছে। বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জুয়েলের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

Aminul Haque scaled