AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে সাংবাদিক অসিত স্ত্রী-সন্তান’সহ করোনায় আক্রান্ত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৫ - ২০২০ | ১২: ০০ পূর্বাহ্ণ

Ashit Ronjan Deb

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য, দৈনিক সিলেট বাণীর প্রতিনিধি ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খাঁনের এপিএস অসিত রঞ্জন দেব, তার স্ত্রী ঝুমকি রাণী দাস ও ৫ বছর বয়সী পুত্র অনুপম দেব অর্ক’র করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১৮ জুন করোনা পরীক্ষার জন‌্য তাদের নমুনা দেওয়ার হলে আজ বুধবার (২৪ জুন) রিপোর্ট আসে করোনা পজেটিভ। এছাড়া আকবর আলী (৩৭) নামের আরও একজনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তিনি বিশ্বনাথ উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সের ওয়ার্ড বয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা। এনিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ‌্যা ৭৯ জনে দাঁড়াল।

এদিকে, এমপি মোকাব্বির খাঁনের করোনা পজেটিভ হওয়ার পর ১৬ জুন থেকে হোম কোয়ারান্টাইনে আছেন সাংবাদিক অসিত রঞ্জন দেব। তিনি সুস্থতার জন‌্য সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

 

আরো সংবাদ