Search
Close this search box.

বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ : আহত ২০

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধদের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অনন্ত ২০জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার অলংকারী ইউনিয়নের মনোকুপা গ্রামে এঘটনা ঘটে। নিহতের নাম হাজী মখলিছ মিয়া (৫৫)। তিনি অলংকারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ফজলু মিয়ার ভাই ও মনোকুপা গ্রামের জামে মসজিদের মোতাওয়াল্লী। বিষয়টি নিশ্চিত করেছেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান নাজমুল ইসলাম রুহেল। তবে আহতদের নাম তাৎক্ষনিক জানা যায়নি।

জানাগেছে, মনুকুপা গ্রামের সমছু মিয়া ও নুরুল ইসলাম পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আর পূর্ব বিরোধে জের ধরে মঙ্গলবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সমছু মিয়া পক্ষের গুরুত আহত মখলিছ মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে একজন নিহত হওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত