বিশ্বনাথনিউজ২৪ :: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তে অর্ধ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বন্ধুমহল স্পোর্টিং ক্লাব। এসব পরিবারের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে সংগঠনের পক্ষ হতে প্রত্যেক পরিবারকে ২০দিনের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। ক্লাবের প্রধান উপদেষ্ঠা মানিকুর রহমান, স্বপন সিকদার ও ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আওলাদ হোসাইন’র অর্থায়নে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাগিছা বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম, সহ-সভাপতি জাহেদ আলী, সাধারণ সম্পাদক কে এইচ ফাহিম, অর্থ সম্পাদক হাবিবুর রাহমান, অধিনায়ক জুবের আহমেদ, সদস্য আব্দুস সালাম, ফারজান আলী, জাবের আলী, ফয়ছল ইসলাম, রাহিম, চয়ন, জাকির, সাহিন, ডিজে শাহিন প্রমুখ।
বন্ধুমহল পরিবার অতীতের ন্যায় ভবিষ্যতেও হত দরিদ্র মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ক্লাবের সাধারণ সম্পাদক কে এইচ ফাহিম।