বিশ্বনাথনিউজ২৪ :: সময়ের সাথে সাথে সিলেটের বিশ্বনাথে বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছেন তাসলিমা বেগম মুন্নী নামের কলেজ পড়ুয়া বিশ্বনাথের এক কিশোরী। সে উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামের বাসিন্দা ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদ আলীর কন্যা। মুন্নী সিলেট মহিলা কলেজের একাদ্বশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী।
কলেজ ছাত্রী তাসলিমা বেগম মুন্নী’সহ বিশ্বনাথে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৮ জনে। আক্রান্তদের মধ্যে আবার পুলিশ-স্বাস্থ্য কর্মকর্তাসহ ২৫ জন করোনাকে জয় করে সুস্থ জীবনে ফিরেছেন। আবার উপজেলার মোট আক্রান্তের মধ্যে বিশ্বনাথ থানা পুলিশের সদস্য ৩৬ জন।
কলেজ ছাত্রী করোনা পজেটিভ হওয়ার সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুর রহমান মুসা।
উল্লেখ্য, হঠাৎ কমরের ব্যাথা নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মুন্নী। দীর্ঘ ৭ দিনের চিকিৎসার পরও তার অবস্থার উন্নতি হয়নি। এরপর তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। শুক্রবার রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে সে করোনা পজেটিভ। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।