
রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাদ্রাসা শিক্ষক
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ২৮ - ২০২০ | ৬: ২৬ অপরাহ্ণ | সংবাদটি 1732 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে হঠাৎ করে রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়ছেন মাওলানা মিজান আহমদ নামের এক মাদ্রাসা শিক্ষক। তিনি উপজেলার তেলিকোনা আলিম মাদরাসার প্রবীণ শিক্ষক ও স্থানীয় বিলপার (গোবিন্দনগর) জামে মসজিদের ইমাম। আজ বৃহস্পতিবার (২৮মে) দুপুর দুইটার দিকে এঘটনা ঘটে।
জানা গেছে, মাওলানা মিজান আহমদ তার পূর্বের কর্মস্থল বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রাম থেকে বর্তমান কর্মস্থল একই ইউনিয়নের বিলপার (গোবিন্দনগর) গ্রামে ফেরার পথে খাজাঞ্চী রেলওয়ে ব্রীজের অদূরে কান্দিগ্রাম-উত্তর বিশ্বনাথ হাইস্কুল সড়কে ইন্তেকাল করেন।

