বিশ্বনাথনিউজ২৪ :: অসহায়-দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তাকওয়া নীডি ট্রাস্ট। ইতিমধ্যে ট্রাস্টের উদ্যোগে মসজিদ ও ইবতেদায়ী মাদ্রাসা নির্মাণ, টিউবওয়েল স্থাপন, দরিদ্র-অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র ও কোরবানীর গুশস্ত বিতরণ সহ বিভিন্ন সমাবসেবামূলক কাজ বাস্তায়ন করা হয়েছে।
এরি ধারাবাহিকতায় শুক্রবার (২২ মে) চলমান করোনা ভাইসাসের সংসকটময় মুহুর্তে ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আসাদ রহমানের অর্থায়নে সিলেটের বিশ্বনাথ উপজেলার ভোগশাইল এলাকায় প্রায় অর্ধ শতাধিক অসহায়-দরিদ্র পরিবারকে প্রদান করা হয়েছে খাদ্যসামগ্রী।
গ্রামীণ উন্নয়ন ও জনসেবা সমিতির সহযোগিতায় প্রধান অতিথির হিসেবে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।
গ্রামীণ উন্নয়ন ও জনসেবা সমিতির সহ সভাপতি মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও ট্রাস্টের উপদেষ্টা ডাঃ আব্দুল করিম জিন্নাত আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক নিফুর মিয়া, সদস্য হাফেজ ক্বারী ফুলকাছ মিয়া।
এসময় এলাকার মুরব্বি আনর আলী, সংগঠক হুসিয়ার আলী, লিটন মিয়া সহ অনেকেই।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো- পেয়াজ, আলু, লবন, চিনি, ময়দা, সেমাই ও ভোজ্য তেল।