Search
Close this search box.

করোনার থাবায় বিশ্বনাথ থানার ২৭ পুলিশ : বাসা লকডাউন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে দিন দিন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শনিবার (২৩মে) থানা পুলিশের এক এসআই’সহ দুইজনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়ে। এপর্যন্ত উপজেলায় মোট ৩৩জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৭ জনই থানা পুলিশের সদস্য।

বাকীদের মধ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, একটি শিশু ও দুজন সাধারণ মানুষ। করোনার থাবায় একটি থানায় এতোজন পুলিশ সদস্য করোনায় আক্রান্তের বিষয়টি খুবই উদ্বেগজনক।

করোনা পজেটিভ হওয়া পুলিশ সদস্যদের মধ্যে স্ব-পরিবারে ২ জন (এসআই-১ ও এএসআই-১) পুলিশ সদস্য উপজেলা সদরের কলেজ রোডস্থ যে বাসায় থাকেন ওই বাসাটি লকডাউন করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদের নেতৃত্বে বাসাটি লকডাউন ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান।

আরও খবর