AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ৩য় দফার এনআরবি ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ২২ - ২০২০ | ১: ০৭ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে এনআরবি ব্যাংকের অর্থায়নে ও ব্যাংকের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মনির আলীর উদ্যোগে ৩য় দফায় ২৭৫টি কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সমতা কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনায় বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি চাল, ডাল, আলু, পিয়াজ, লবন, সয়াবিন তেল।

৩য় দফায় গত শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার দেওকলস ইউনিয়নে দেড় শতাধিক ও উপজেলার বিভিন্ন এলাকায় আরো ১২৫টি কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দেওকলস ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার।
সংগঠক মাসুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠক কামাল উদ্দিন, তাজুল ইসলাম, রাহে জান্নাত হেল্প সোসাইটির সভাপতি বেলাল হোসাইন, সদস্য জামাল উদ্দিন, শামীম আহমদ, তোফায়েল আহমদ, রুহুল আমিন, খালেদুর রহমান প্রমুখ।

আরো সংবাদ