Search
Close this search box.

বিশ্বনাথে বাড়ছে করোনা রোগীর সংখ‌্যা : আক্রান্ত ২৫ জনের মধ‌্যে ২০ জনই পুলিশ

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে দিন দিন করোনায় আক্রান্ত রোগীর সংখ‌্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার (১৯ মে) রাতে থানা পুলিশের আরো সাতজন সদস‌্যের করোনা ভাইরাস শনাক্ত করা হয়ে। আক্রান্তদের মধ্যে দুইজন এসআই, একজন এটিএসআই ও চারজন কনস্টেবল। এই নিয়ে বিশ্বনাথ উপজেলায় মোট ২০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৫। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী।

মঙ্গলবার (১৯ মে) রাতে পজিটিভ রিপোর্ট আসা পুলিশ সদস্যরা হলেন এসআই ওসমান গণি ও মোয়াজ্জেম হোসেন, এটিএসআই সিরাজুল ইসলাম এবং কনস্টেবল কামরুল ইসলাম, এম ডি সোহাগ মিয়া, কাওছার আহমদ ও রাব্বী ইসলাম।

জানা গেছে, তারা রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত এসব পুলিশ সদস্যরা কোয়ারেন্টিনে ছিলেন। রিপোর্ট পাওয়ার পরপর তাদের সিলেট নগরীর পুলিশ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেয়া হয়েছে। গত ১৬ মে তাদের শরীরের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিলো।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত