AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে আরো ৩ পুলিশ ও ১ ফার্মাসিস্টের করোনা শনাক্ত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ১৯ - ২০২০ | ১২: ৩১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের তিনজন কনস্টেবল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ফার্মাসিস্ট হেলাল মিয়া বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শনিবার (১৬ মে) যোগদানের সময় শরীরের নমুনা প্রদানের পর থেকে কোয়ারেন্টিনে ছিলেন। এই নিয়ে বিশ্বনাথ উপজেলায় মোট ১৮ জন করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে ১৩ জনই থানা পুলিশের সদস্য।

জানা গেছে, গত ১৬ মে বিশ্বনাথ উপজেলা থেকে ৬১ জনের শরীরের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিল। আজ সোমবার (১৮ মে) রাতে এদের মধ্যে চারজনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল আলী আহমদ, জাফর আলী ও এম ডি সারোয়ার।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী জানিয়েছেন, পজিটিভ রিপোর্ট আসা পুলিশ সদস্যরা কোয়ারেন্টিনে ছিলেন। রিপোর্ট পাওয়ার পরপর তাদের সিলেট নগরীর পুলিশ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

আরো সংবাদ