AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সিলেট জেলা পরিষদের পক্ষ হতে বিশ্বনাথে খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ১৫ - ২০২০ | ১: ১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসের সংকটময় মুহুর্তে সিলেটের বিশ্বনাথে জেলা পরিষদের পক্ষ হতে প্রায় পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মধ‌্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে জেলা পরিষদ সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরীর পক্ষ হতে শতাধিক পরিবারকে প্রদান করা হয় খাদ্যসামগ্রী। উপজেলার ৮ টি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয় এ খাদ্যসামগ্রী।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরী, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য সুষমা সুলতানা রুহী, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, দেওকলস ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ।

এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল খয়ের মেম্বার, ফজর আলী, শাহ নেওয়াজ চৌধুরী সেলিম, এনামুল হক এনাম, ওয়াব আলী, আনোয়ার হোসেন, আমির আলী, কিরন মিয়া, আব্দুল বারী, জেলা পরিষদের সার্ভেয়ার মফিজুর রহমান, জাতীয় পার্টি নেতা এ কে এম দুলাল, জয়নাল আহমদ, সালেহ আহমদ তোতা’সহ অনেকেই ।

আরো সংবাদ