নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও থানা পুলিশের চার সদস্যের পর এবার উপজেলা জনস্বাস্থ্য বিভাগের এক প্রকৌশলীর করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট ৮জনের করোনা সনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: কামরুজ্জামান জানান, বুধবার (১৩ মে) ঢাকার ল্যাবে পরীক্ষায় থানার ৪পুলিশ সদস্য ও জনস্বাস্থ্য প্রকৌশলীর করোনা শনাক্ত হয়। রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনকে বিষয়টি নিশ্চিত করেন।
আক্রান্ত জনস্বাস্থ্য জনস্বাস্থ্য বিভাগের ওই প্রকৌশলী নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানান ভারপ্রাপ্ত ইউএনও।