বিশ্বনাথনিউজ২৪ :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে এনআরবি ব্যাংকের অর্থায়নে ও ব্যাংকের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মনির আলীর উদ্যোগে প্রায় শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সমতা কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনায় বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি চাল, ডাল, আলু, পিয়াজ, লবন, সয়াবিন তেল।
বুধবার দুপুরে রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ১ম দফার খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। তিনি বলেন, করোনার সংকটময় মুহুর্তে সরকারের পাশাপাশি প্রবাসীরা নিজের সাহায্যের হাত প্রসারিত করায় মানুষের কষ্ঠ অনেক লাগব হয়েছে। দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের রয়েছে বিরাট অবদান। তাই প্রবাসীদের কল্যাণে দোয়া প্রার্থনা করা ও প্রবাসীদেরকে তাদের প্রাপ্য সম্মান প্রদর্শন করা আমাদের সকলের উচিত।
সংগঠক মাসুক মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সমতা কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান আরব আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখে সাংবাদিক কামাল মুন্না।
এসময় উপজেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার ফজর আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সাংবাদিক জাহাঙ্গীর আলী খায়ের, কামাল মুন্না, আবদুস ছালাম, মোশাহিদ আলী, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।