Search
Close this search box.

বিশ্বনাথ থানার চার পুলিশ কর্মকর্তার করোনা শনাক্ত

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ থানার চার পুলিশ কর্মকর্তার করোনা শনাক্ত। আক্রান্তরা হলেন এসআই ফজলুল হক, সবুজ মিয়া, এএসআই জাহাঙ্গীর কবির ও হেলাল মিয়া। এনিয়ে বিশ্বনাথে ৭জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, আজ বুধবার বিশ্বনাথে নতুন করে ৭জনের করোনা পজেটিভ হয়েছে বলে আমাদের কাছে তথ‌্য আসে। তাদের মধ‌্যে চারজন থানা পুলিশের সদস‌্য ও দুইজনের পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া অন‌্য একজন জেলা রেজিষ্ট্রার কার্যালয়ের কর্মকর্তা। ভূলবসত বলা হয়েছে তিনি বিশ্বনাথের লোক।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা জানান, গত ১০মে থানা পুলিশের ৮জন ও ১১মে আরো ১৩জন সদস‌্যের নমুনা টেস্টের জন‌্য প্রেরণ করা হয়। ওই ৮জনের মধ‌্যে ৪জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। অন‌্যদের রিপোর্ট এখনো  আসেনি। সনাক্তকৃত ৪জনের মধ‌্যে ২জনের শরীরে করোনার উপসর্গ (জ্বর) ছিলো। আক্রান্ত ৪জনকেই সিলেট পুলিশ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে বলে ওসি জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত